চলতি বছরের ডিসেম্বর মাসে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪ জন। গত বছর (২০২১) আক্রান্তের এ হার প্রায় পাঁচ গুণ বেশি। গত বছর ডিসেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০৭ জন। আর মারা গিয়েছিলেন সাতজন।
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২৬ জন ও ঢাকার বাইরে ১১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬২ হাজার ৩৮২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৯ হাজার ২২০ জন ও ঢাকার বাইরে ২৩ হাজার ১৬২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৬১ জন, ঢাকার বাইরের হাসপাতালে ১৭৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।