ব্যাটারিচালিত রিকশাচালকেরা আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা
ব্যাটারিচালিত রিকশাচালকেরা আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা

মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।  এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা বলছেন, রাস্তায় রিকশা চলতে দিচ্ছে না পুলিশ। কয়েক দিন ধরে মিরপুর এলাকায় অনেক চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে রিকশা।

চালকদের অবরোধে মিরপুর ১০ নম্বর গোলচত্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা

ব্যাটারিচালিত রিকশাচালক হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের অনেক চালককে পুলিশ আটক করেছে। তাঁদের ছেড়ে দেওয়ার ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেওয়া পর্যন্ত রিকশা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। এই চালক আরও বলেন, সকালে কিস্তির টাকা নেওয়ার জন্য লোকজন এসে তাঁর বাসায় বসে আছেন। রিকশা বন্ধ থাকায় তাঁর কোনো উপার্জন নেই। কীভাবে কিস্তির টাকা পরিশোধ করবেন, পরিবারের খরচ চালাবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, বলেন তিনি।  

মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়কে যান চলাচল বন্ধ। বেলা সাড়ে ১১টার দিকে তোলা ছবি

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির প্রথম আলোকে বলেন, রিকশার বিরুদ্ধে তাঁদের অভিযান চলছে। বেশ কিছু রিকশা ও  চালককে আটক করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা

ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে, বলেন ওসি।