গ্রেপ্তার
গ্রেপ্তার

ছাত্রলীগের সূর্য সেন হল শাখার নেতা রাকিব সরকার গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

রোববার রাতে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।

তবে কোন মামলায় কোন এলাকা থেকে রাকিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিএমপির খুদে বার্তায় উল্লেখ করা হয়নি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক নামের দুই শিক্ষার্থী হত্যার মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক উপসম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।