নাঈম কিবরিয়া
নাঈম কিবরিয়া

‘মব’ করে আইনজীবী নাঈমকে হত্যার অভিযোগ স্বজনদের

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের দাবি। নাঈমের এক খালাত ভাইয়ের ভাষ্য মতে, জুলাই অভ্যুত্থানের ঘটনায় পাবনায় হত্যা মামলার আসামি নাঈমকে ঢাকায় অনুসরণ করা হচ্ছিল। গত বুধবার রাতে বসুন্ধরায় একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে খুনি শনাক্তের চেষ্টা করছে।