Thank you for trying Sticky AMP!!

ঈদের পরদিনও ঢাকা ছেড়েছেন ১২ লাখের বেশি সিমধারী

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা

ঈদ শেষ হয়েছে। তবে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদের পরদিন গতকাল রোববার ১২ লাখ ২৮ হাজার ৮০১ সিমকার্ডধারী ঢাকা ছেড়েছেন। এ নিয়ে এক কোটির বেশি মানুষ এবারের ঈদের ছুটিতে ঢাকা ছাড়লেন। অপরদিকে অফিস-আদালত খুলে যাওয়ায় আজ সোমবার কর্মজীবীরা ঢাকায় ফিরতেও শুরু করেছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে গতকাল রোববার ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় আসার মানুষের তথ্য তুলে ধরা হয়। আজ সোমবার ওই পোস্টে তিনি জানান, ঈদের পরদিন গ্রামীণফোনের ৪ লাখ ৩৬ হাজার ৫৫৯ সিমধারী, রবির ২ লাখ ৬৫ হাজার ১৩৩ সিমধারী, বাংলালিংকের ৫ লাখ ২০ হাজার ৭৩৯ সিমধারী ও টেলিটকের ৬ হাজার ৩৭০ সিমধারী ঢাকা ছেড়েছেন। আর ১৮ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৮৭।

অন্যদিকে ঈদের পরদিন ঢাকায় ঢুকেছেন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ৮৯৯, রবির ৪৯ হাজার ৫৬২, বাংলালিংকের ৩ লাখ ২২ হাজার ৪৯২, টেলিটকের ১৯ হাজার ৬৬৬ সিমধারী রয়েছেন। গত ৬ দিনে ঢাকায় ঢুকেছেন মোট ৩২ লাখ ৮৩ হাজার ৪১০ সিমধারী।

Also Read: এবারের ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী