Thank you for trying Sticky AMP!!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত সাকরাইন উৎসবে বক্তব্য দেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা, ১৪ জানুয়ারি

সাকরাইনের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান মেয়র তাপস

সাকরাইন উৎসবের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার বিকেলে ঢাকার ধূপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত সাকরাইন–ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘ঘুড়ি উৎসব বা সাকরাইন উৎসব ঢাকার প্রাচীনতম ঐতিহ্য। আমরা চাই আমাদের তরুণেরা, আমাদের সন্তানেরা ঐতিহ্যকে ধারণ করবে। তারা সারা বছর ঘুড়ি ওড়াবে। যাতে করে নতুন প্রজন্ম সব সাম্প্রদায়িক শক্তির বিপরীতে অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের ঐতিহ্যকে লালন করতে পারে।’

Also Read: ‘সাকরাইন’ আগামীকাল, পুরান ঢাকার অলিগলিতে ঘুড়ির পসরা

অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস নিজেই ঘুড়ি ওড়ান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এই আয়োজন করা হয়। সে জন্য কাউন্সিলরদের মাধ্যমে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করা হয়েছে। করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক কমিটির তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাকরাইন উৎসব আয়োজন করে আসছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর সাথী আক্তার প্রমুখ বক্তব্য দেন।

Also Read: ৫০ বছর ধরে যিনি ধরে রেখেছেন পুরান ঢাকার ঘুড়ির ঐতিহ্য

এ সময় অন্যোন্যের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Also Read: সাকরাইনের ঐতিহ্যবাহী ‘মাঞ্জা’