শিক্ষক দিবস

স্টেট ইউনিভার্সিটিতে ১৭ শিক্ষককে সন্মাননা

স্টেট ইউনিভার্সিটিতে বিশেষ সন্মাননা পাওয়া শিক্ষক ও অতিথিরা
ছবি: সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে। এদিন এসইউবির বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

এ আয়োজনে সভাপতি ছিলেন এসইউবির উপাচার্য চৌধুরী মফিজুর রহমান। এ সময় তিনি বলেন, শিক্ষকেরা এই প্রতিষ্ঠানের মেরুদন্ড। শিক্ষার্থীদের ভবিষ্যত গড়ে দেওয়াই তাঁদের ব্রত। 

এসইউবির কোষাধ্যক্ষ হাসান কাওসার বলেন, বিশ্ব শিক্ষক দিবস আমাদের শিক্ষাবিদদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসইউবির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন।