মিরপুর ডিওএইচএসসংলগ্ন সড়কে সংস্কারকাজ চলছে
মিরপুর ডিওএইচএসসংলগ্ন সড়কে সংস্কারকাজ চলছে

মিরপুর ডিওএইচএসসংলগ্ন সড়ক তিন দিন বন্ধ

মিরপুর ডিওএইচএসসংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশন (পিয়ার নং ১১৪) থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এম পি চেকপোস্ট (পিয়ার নং ১৩৯) পর্যন্ত সড়কের সংস্কার ও উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে ওই সড়কে তিন দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, উন্নয়নকাজ চলাকালে ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। ১৪ মার্চ সকাল থেকে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।