লালমাটিয়ায় যে স্থানে ঘটনাটি ঘটে, সেখানে প্রতিবাদ সমাবেশ করেছিলেন নারীরা
লালমাটিয়ায় যে স্থানে ঘটনাটি ঘটে, সেখানে প্রতিবাদ সমাবেশ করেছিলেন নারীরা

লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করাকে কেন্দ্র করে দুই তরুণীকে হেনস্তা ও মব উসকে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার গোলাম মোস্তাকিম ওরফে রিংকুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গোলাম মোস্তাকিমকে (৬২) গ্রেপ্তার করা হয়। তিনি একজন পাথর ব্যবসায়ী।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোস্তাকিমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাঁকে আদালত কারাগারে পাঠান। নারী হেনস্তার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু হওয়ার পর মোস্তাকিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি সেদিনের ঘটনা তদন্ত করছে পুলিশ।

১ মার্চ লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনাটি ঘটে। এক ব্যক্তি ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু নামের ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।

শ্যামলীতে নারী সহিংসতায় গ্রেপ্তার

এদিকে রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় এক নারীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মো. রাসেল হোসেনকে আজ কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার বলেন, নারীদের হেনস্তার ঘটনায় রাসেলকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে সেই মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হবে।

উপকমিশনার তালেবুর রহমান আরও বলেন, গত ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক শ্যামলীর রাস্তায় কিছু নারীর সঙ্গে বাজে আচরণ করছিলেন। তিনি লাঠি দিয়ে তাঁদের শারীরিকভাবে হেনস্তা করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ডিএমপির দৃষ্টিগোচর হওয়ার পর রাসেল নামের ওই যুবককে শনাক্ত করে।