
মহাখালীতে চিকিৎসকদের পরীক্ষা ও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রার কারণে যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী।
বিভিন্ন দাবিতে কয়েকটি আন্দোলন এবং চিকিৎসকদের পরীক্ষার কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র যানজট দেখা দেয়। কিছু এলাকায় যানজট সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ছিল। এতে চরম ভোগান্তির শিকার হন অনেক যাত্রী।
মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষা শুরু হয় গতকাল সকালে। সেই পরীক্ষাকে কেন্দ্র করে সকালেই মহাখালীতে প্রায় চার হাজার গাড়ির আগমন ঘটে। দুপুরে পরীক্ষা শেষ হলে আবার এই চার হাজার গাড়ির চলাচল শুরু হয়।
দুপুরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী এলাকার রাস্তা এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আবার সেনানিবাসে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শাহবাগ এলাকা থেকে যমুনা অভিমুখে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদ পর্যন্ত যান। এ ছাড়া সড়ক দখল করে সোমবার দুপুরে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা পরীক্ষার্থীরা।
এসব কারণে সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট ছিল। সড়ক অবরোধ থাকায় এক এলাকার যানজট আরেক এলাকায় ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকে যানজটের ভোগান্তির কথা তুলে ধরেন। ‘ট্রাফিক অ্যালার্ট’ নামের একটি ফেসবুক গ্রুপে শাহিদা আখতার নামের একজন লেখেন, বাসে করে গুলশান থেকে মহাখালী তিনি দেড় ঘণ্টায়ও পৌঁছাতে পারেননি।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে কুর্মিটোলা থেকে বনানী যাওয়ার রাস্তায় যানজটে পড়েন মো. আতাউর। তিনি বলেন, মোটরসাইকেলে করে উড়ালসড়ক থেকে নামতেই কুর্মিটোলার এমইএস বাসস্ট্যান্ডে আধা ঘণ্টার বেশি সময় যানজটে আটকা থাকেন তিনি। সামনে গিয়ে দেখেন, ট্রাফিক পুলিশের সদস্যরা বনানীর দিকে যেতে উড়ালসড়কে ওঠার আগে যানবাহন থামিয়ে রাখছেন।
সাহেলা আক্তার নামের একজন প্রথম আলোকে বলেন, সোমবার দুপুরে মহাখালী থেকে রিকশায় করে কারওয়ান বাজার আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। মূল সড়কে যানজট থাকায় তেজগাঁও শিল্পাঞ্চলের সড়কেও যাত্রীবাহী বাস চলে আসতে দেখেন তিনি।
রাজধানীর বেইলি রোড এলাকায়ও সোমবার যানজট ছিল। বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে শাহবাগ থেকে মালিবাগ এলাকায় যাচ্ছিলেন। বেইলি রোডে এসেই তিনি যানজটে পড়েন। এক জায়গায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। উপায় না দেখে বেইলি রোডের কেএফসির কাছে মোটরসাইকেল রেখে হেঁটে মালিবাগের দিকে রওনা দেন তিনি।
মহাখালী ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. দেলোয়ার হোসেন সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মহাখালীর বিসিপিএসে চিকিৎসকদের পরীক্ষার কারণে সোমবার সকাল থেকেই যানজট তৈরি হয়। পরে রাষ্ট্রপতির চলাচল এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ছিল। মহাখালীর যানজট শহরের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। সকালে শুরু হওয়া এই যানজট রাত পর্যন্ত গড়ায়।