
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হোলি রোজারি গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্যাথলিকমণ্ডলী। এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
গত বুধবার রাত ১০টার দিকে হোলি রোজারি গির্জার সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গির্জার নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, দুজনকে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় এ ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত ও উদ্বিগ্ন। তিন শ বছরের বেশি সময় ধরে তেজগাঁও এলাকায় খ্রিষ্টান জনগোষ্ঠীর বসবাস। বাংলাদেশে বিদ্যমান গির্জাগুলোর মধ্যেও তেজগাঁও গির্জাটি প্রাচীনতম। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
ক্যাথলিকমণ্ডলী বলেন, খ্রিষ্টানদের উপাসনালয় চত্বরে এ আক্রমণ একদিকে যেমন আতঙ্ক সৃষ্টি করে, অন্যদিকে দেশের ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনার যদি দ্রুত ও সঠিক অনুসন্ধান এবং মূল হোতাদের চিহ্নিত ও আইনের আওতায় আনা না হয়, তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটার ও সাম্প্রদায়িক সহিংসতাকে উসকে দেওয়ার ভয় আছে।
তেজগাঁওয়ের এই বিস্ফোরণের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া এবং খ্রিষ্ট ধর্মের বিশ্বাসীসহ সব ধর্মের বিশ্বাসীরা যেন নির্ভয়ে জীবনযাপন ও ধর্ম পালন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।