নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়’ শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝর্ণা আলমগীর ও তারেক আলী।
এরপর শিশু-কিশোরদের পরিবেশনা, একক সংগীত, দলীয় সংগীত, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিশেষ পরিবেশনাসহ পথনাটক পরিবেশন করা হয়। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র ও মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র।
শিশু-কিশোর সংগঠনগুলোর মধ্যে স্বরতরঙ্গ আবৃত্তি ভুবন, শিল্পবৃত্ত, সীমান্ত খেলাঘর আসর ও মৈত্রী শিশুদল অংশ নেয় এ আয়োজনে। পথনাটক পরিবেশন করে মৈত্রী থিয়েটার।
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা।
এ ছাড়া দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, ধৃতি নর্তনালয়, ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার ও গারো কালচারাল একাডেমি। অনুষ্ঠানে শিল্পীরা একক সংগীত পরিবেশন করেন।