Thank you for trying Sticky AMP!!

আরও ২৬ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল ৮টা পর্যন্ত)  আরও এক হাজার ৫৪৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৬ জন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। মোট ৪ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ  হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। টানা ১২ দিন পর পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ শতাংশের ওপরে উঠলো। এর আগে ৭ সেপ্টেম্বর রোগী শনাক্তের হার এর চেয়ে বেশি, ১৪ দশমিক ২৯ শতাংশ ছিল।

আগের দিনের তুলনায় গতকাল পরীক্ষা কম হয়েছে। এতে নতুন রোগী শনাক্তের সংখ্যাও সামান্য কমেছে। কিন্তু বেড়েছে রোগী শনাক্তের হার। গতকাল রোগী শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯০ শতাংশ।

অবশ্য গতকালের তুলনায় আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়। জুলাইয়ের শুরু থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। এ সময় পরীক্ষাও কম হয়। অবশ্য গত আগস্ট থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হারও কমতে দেখা গেছে।