Thank you for trying Sticky AMP!!

করোনা

আকাশ-বাতাস, পশু-পাখি আর

বৃক্ষরাজি আজি হাসিয়া খেলিয়া কয়
আশরাফুল মাখলুকাত মানুষ আজি
অসহায়ের মতো ঘরেতে বসিয়া রয়!
কতোই ক্ষমতা তাদের দেখিয়াছি মোরা
চুন হইতে পান খসিলেই হইয়া যাইতো দিশেহারা!
আজি কেমনে হইলো যে এমন বুঝিয়াছে কি তারা,
সৃষ্টির সেরা হইতে হইলে তাদের
আনিতে হইবে যে পরিবর্তনের ধারা!
ক্ষমতার দম্ভে মানুষ করিয়াছে অনাচার যতো
হইবে কি শুদ্ধ তারা ঠিক পুত-পবিত্রের মতো!
মানুষই মানুষকে করিতেছে খুন অসুর সাজিয়া,
দম্ভ ভুলিয়া আজি শপথ করো হে মানুষ
আসিবে আলোর পথে তে তোমরা ফিরিয়া।

২৬ মার্চ, কিগালী, রুয়ান্ডা