Thank you for trying Sticky AMP!!

কসবায় ১০ রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ১০ রোহিঙ্গা শরণার্থী। তাদের অনুপ্রবেশ ঠেকিয়েছে ৬০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক।

৬০ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ভারতীয় ১২০ বিএসএফ রায়ের মুড়া ক্যাম্পের সদস্যরা ১০ জন রোহিঙ্গা শরণার্থীকে কসবা উপজেলার সীমান্তবর্তী ধজনগর গ্রামের ২০৩২ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

এ সময় সীমান্তে টহলরত ৬০ বিজিবির চণ্ডীদ্বার বিওপি ক্যাম্পের একদল জোয়ান বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সীমান্তের নো ম্যানস ল্যান্ডে প্রতিহত করেন। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। এই ১০ জনের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৬টি শিশু।

আজ দুপুরে কোম্পানি পর্যায়ে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ চেষ্টার তীব্র প্রতিবাদ জানান।