Thank you for trying Sticky AMP!!

ঘুষের টাকাসহ সিভিল এভিয়েশন কর্মকর্তা দুদকের ফাঁদে

ঘুষের এক লাখ টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের এক লাখ টাকাসহ উত্তরার বিএফসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। লাইসেন্স যাচাই পূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঘুষ নেন তিনি।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ মামলা পরিচালনা করে।
এ ঘটনায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ মামলা হবে।