Thank you for trying Sticky AMP!!

পার্বতীপুরে রেলের যন্ত্রাংশ চুরি, প্রকৌশলী গ্রেপ্তার

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে আব্দুল মালেক (৪৪) নামের এক প্রকৌশলীকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বেতার/টেলিকম)। পার্বতীপুর রেল ইয়ার্ড এলাকা থেকে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইলেকট্রনিক যন্ত্রাংশ গোপনে খুলে নিয়ে যাওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। তাঁকে ধরেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা।

এ ঘটনায় রেলওয়ে আইনে মামলা করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার হাবিলদার মো. পান্নু মিয়া। ওই মামলায় মালেককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল দুপুর ১২টার দিকে আব্দুল মালেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের জানালা দিয়ে একটি বগিতে ঢুকেন। সেখানে পাঁচটি কম্বাইন বোর্ডের সকেট খুলে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ আলী বলেন, আব্দুল মালেককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ব্রক্ষম কাপালিয়া গ্রামে।