মালিবাগে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মালিবাগ এলাকায় গতকাল শনিবার মিতু (১২) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মিতু মালিবাগের ৫১ নম্বর পশ্চিম হাজিপাড়ায় অবসরপ্রাপ্ত বিচারপতি এম হাসান ইমামের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। শনিবার সকাল সাড়ে আটটার দিকে মিতুর নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে রমনা মডেল থানার পুলিশ। মিতুর বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।
পুলিশ জানান, মানসিক ভারসাম্যহীনতার কারণে মিতু আত্মহত্যা করেছে। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বাড়ির গৃহকর্তা এম হাসান ইমাম।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, মিতুর বাবা সাঈদ একটি মামলার আসামি হিসেবে এখন কারাগারে রয়েছেন। বছর খানেক আগে মিতুর মা আত্মহত্যা করেছেন। এর আগে ওর সৎমা আত্মহত্যা করেন। এ কারণে সে মানসিক বিপর্যস্ত ছিল। বিচারপতির বাড়িতে এক বছর আগে কাজ করতে আসে মিতু। গত শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যায় সে। সকাল সাড়ে ছয়টার দিকে ওই কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। কক্ষটির ভেতর একটি স্টিলের মই ছিল। মইয়ে উঠে মেয়েটি এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।
এসআই আলতাফ হোসেন বলেন, মিতুর লাশে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।