Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তরুণকে মারধর

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক তরুণ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্ত্যক্তকারীদের পক্ষে এলাকার এক ‘বড় ভাই’ ওই তরুণকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে পাশের লাহোর গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। এ ঘটনার মীমাংসা করতে বিদ্যালয় পরিচালনা কমিটি ওই ছাত্রদের বাবা-মা ও অভিযোগকারী মেয়েদের নিয়ে বৈঠকও করেন। এ ঘটনার জের ধরে আজ উত্ত্যক্তকারী ছাত্রদের পক্ষ হয়ে কাউছার হোসেন (২৪) নামের এক তরুণ মেয়েদের পক্ষে প্রতিবাদকারী সুজন হোসেনকে (২৩) মারধর করেন। 


একই উপজেলার বেতুয়া গ্রামের কাউছার হোসেন এলাকার ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। আর সুজন লাহোর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সুজন হোসেনকে ধানগড়া বাজারে পেয়ে মারধর করেন কাউছার।

সুজনের আত্মীয়দের অভিযোগ, মারধরের শিকার সুজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।