Thank you for trying Sticky AMP!!

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ছবিটি প্রতীকী

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি সোলেমান মোল্লার (৪৭) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেল ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁর লাশ ফেরত দেওয়া হয়।

দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তে ৮৪/২-এস সীমান্ত পিলার-সংলগ্ন নো-ম্যানস ল্যান্ডে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের চিলমারী কোম্পানির অধিনায়ক সুবেদার কাছার আলী। আর বিএসএফের পক্ষে ছিলেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং।

এ সময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ও ভারতের জলঙ্গী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ আলী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে সোলেমানের লাশ দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। পরে ওসি লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন।

৪ ফেব্রুয়ারি রাতে দৌলতপুর উপজেলার ছলিমেরচর সীমান্তে ভারতীয় সীমানার ৩০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে আহত হন সোলেমান। পরে তাঁকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সোলেমান মারা যান। নিহত ছলেমান দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর এলাকার শাহাদতের ছেলে।