
সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিধান অনুসারে অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। এরই মধ্যেই জুয়ার সঙ্গে জড়িত এগারো শ-এর বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্ট শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ ছাড়া যেসব আর্থিক প্রতিষ্ঠান অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
২১ মে জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশে অনলাইনে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা পোর্টাল তৈরি, প্রচারণায় অংশ নিলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ ধরনের অপরাধে দুই বছরের দণ্ড বা ১ কোটি টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া ২১ ও ২২ ধারায় জুয়া খেলার জন্য কোনো অর্থনৈতিক লেনদেন, জুয়া খেলা বিষয়ে কোনো প্রতারণা বা জালিয়াতি করাকেও নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল সোমবার দেওয়া মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়া খেলা নিয়ে উৎসাহ প্রদান বা বিজ্ঞাপনে অংশ নেওয়াও অপরাধ। কোনো নাগরিক, সম্মানিত ব্যক্তি বা তারকা যদি মনে করেন তাঁর অনুমতি ব্যতিরেকে জুয়া খেলার ওয়েবসাইট বা পোর্টালে তাঁর ছবি বা ভিডিও ব্যবহৃত হচ্ছে, তখন তাঁকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এই আইন প্রণয়নের আগে যাঁরা জুয়া খেলার সঙ্গে জড়িত বা জুয়া খেলার বিজ্ঞাপনে জড়িত ছিলেন, তাঁদের দ্রুত এই কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
জুয়ার কারণে যাঁরা আগে প্রতারণার শিকার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য আইনের ৩০ ধারা অনুযায়ী অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে মামলা করা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বিজ্ঞাপ্তিতে বলা হয়, অনলাইন জুয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বিজ্ঞাপন দাতা কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপনগ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন জুয়া নিয়ে অভিযোগ জানাতে notify@ncsa.gov.bd– মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।