শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস।
আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় বসেন বিএনপির প্রতিনিধিরা। আলোচনায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এ আলোচনাসহ আজ রাজনীতির নানা ঘটনা ঘটেছে। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। ট্রাম্পের শুল্কযুদ্ধের নানা প্রতিক্রিয়া নিয়ে একাধিক প্রতিবেদন হয়েছে।
এ ছাড়া জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বিষয়টি নিয়ে বিএনপির এ অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন। আরও পড়ুন...
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে আহত হননি মো. ইলিয়াছ হোসেন হিরণ (৩৭)। কিন্তু তিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেওয়া আর্থিক সহায়তা নিয়েছেন। আরও পড়ুন...
বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের যাত্রীবাহী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে প্রতিষ্ঠানটির অবতরণক্ষেত্রে নেমেছে। উড়োজাহাজটি চীনা আকাশসেবা প্রতিষ্ঠান জিয়ামিনএয়ারের জন্য বানানো হয়েছিল। সেটার গায়ে জিয়ামিনএয়ারের নাম লেখা ও তকমা রয়েছে। আরও পড়ুন...
যখনই কেউ উইকেটে থিতু হয়েছেন, বড় ইনিংস খেলার আশা জাগিয়েছেন, তখনই উইকেট উপহার দিয়ে এসেছেন! আর হঠাৎ ব্যাটিং–ধস তো সেই কবে থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ের অবিচ্ছেদ্য অংশ। আরও পড়ুন...
নিষিদ্ধ মাদক সেবন, প্ররোচনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কোচির এক হোটেলে মাদকবিরোধী অভিযান করেছিল পুলিশ। অভিযোগ, সেই সময়ে হোটেলে থাকলেও পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যান তিনি। বিস্তারিত পড়ুন...