আপেল কুল

>

ধানের খেত ও মাছের ঘেরের আইলে চলছে আপেল কুলের আবাদ। তেমন খরচা নেই চাষিদের। রং ধরে কুল পেকে গেলে গাছ থেকে পেড়ে নেওয়া হয়। বাজারে বিক্রি করে বেশ কিছু অর্থ জোটে। চাষির ঘরে আসে আর্থিক স্বাচ্ছন্দ্য। খুলনার ডুমুরিয়া উপজেলার আপেল কুল নিয়ে এই ছবির গল্প।

ধানের খেত ও মাছের ঘেরের আইলে আপেল কুলের বাগান
ধানের খেত ও মাছের ঘেরের আইলে আপেল কুলের বাগান
গাছভরা আপেল কুল। ১২০ থেকে ২০০ টাকা করে বিক্রি করেন চাষিরা
কুল পাড়ছেন চাষি
পেকে টসটস আপেল কুল
দুহাত ভরা আপেল কুল
আকার ও রং ভেদে আলাদা করা হচ্ছে কুল
ফলন পর্যবেক্ষণ করছেন কৃষি কর্মকর্তা