Thank you for trying Sticky AMP!!

ইউএনওর মুঠোফোন ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

অপরাধ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে এক প্রতারক চক্র উপজেলার কয়েকটি মাদ্রাসা, স্কুল ও কলেজের প্রধানদের কাছে ল্যাপটপ দেওয়ার নাম করে ১০ হাজার টাকা করে দাবি করেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. মেজবাউল করিম। তিনি বলেন, এ ব্যাপারে একজন শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ফোন পাওয়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, ‘বুধবার বিকেল চারটার দিকে ল্যাপটপ দেওয়ার কথা বলে আমার কাছে ইউএনওর নম্বর থেকে কল করে ১০ হাজার টাকা চাওয়া হয়। এ সময় ইউএনও মহোদয়ের কণ্ঠ নিয়ে সন্দেহ হলে বিষয়টি তাঁকে জানাই। এরপর বিষয়টি পরিষ্কার হয়ে যায়।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। প্রতারক চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।