Thank you for trying Sticky AMP!!

ইয়াবা ও আইসসহ ছয়জন গ্রেপ্তার

আইস ও ইয়াবা

চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচ লাখ পিচ ইয়াবা ও ৯ গ্রাম ক্রিস্টাল মেথসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ও শুক্রবার এসব অভিযান চালায় র‌্যাব ও পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৫০), মো. তারেক (২৩), মো. হেলাল উদ্দিন (২৭), নুরুল আমিন (১৯), সমন দাশ (৩৫) ও ইমরান হায়দার (৫৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রথম চারজন মিয়ানমার থেকে ইয়াবা এনে সারা দেশে সরবরাহের কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

এর মধ্যে প্রথমজনকে চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকা থেকে শনিবার দুপুরে ও অপর তিনজনকে শুক্রবার কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। আর শেষের দুজনকে পুলিশ শুক্রবার রাতে নগরের কোতোয়ালি থানার জামাল খান এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার জাকির হোসেন জুতার ব্যবসার আড়ালে ইয়াবার কারবার করে আসছিলেন। জাকিরের নিজের বাসা ও ভাড়া বাসা থেকে তিন লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আর উখিয়া সীমান্ত থেকে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে দুই লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পলিশের উপকমিশনার (পশ্চিম) আলী হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সমন ও ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে।