Thank you for trying Sticky AMP!!

করোনায় দৌলতপুর থানার ওসির মৃত্যু

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪২) কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে করোনায় দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই লাশ কুষ্টিয়া পুলিশ লাইনসে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার পুলিশ লাইনস মাঠে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে আরিফুরের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

পুলিশ সূত্র জানায়, দুই সপ্তাহ আগে ওসি আরিফুর রহমান কোভিড–১৯–এ আক্রান্ত হন।  প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রাতে তিনি মারা যান। কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাত তাঁর এই অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, আরিফুর এক বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তিনি কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরি করেছেন। পরে পদোন্নতি পেয়ে ওসি হয়ে রেলওয়ে পুলিশে কিছুদিন কর্মরত ছিলেন। এরপর কুষ্টিয়ার দৌলতপুর থানায় যোগ দেন। আরিফুরের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে।