Thank you for trying Sticky AMP!!

কারাগারে হাজতির শ্বাসকষ্ট, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

লাশ

মানিকগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। এ হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির নাম দুলাল মিয়া (৫৫)। তিনি সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের বাসিন্দা।

কারাধ্যক্ষ বিকাশ রায়হান প্রথম আলোকে বলেন, প্রতারণার অভিযোগে করা একটি মামলায় ৯ জানুয়ারি দুলাল মিয়াকে কারাগারে পাঠানো হয়। কয়েক দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে কারাগারে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ দুপুরে কারাগারে দুলাল মিয়া অসুস্থতা বোধ করেন। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠায় কারাগার কর্তৃপক্ষ। হাসপাতালে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এরপর তাঁর ইসিজি পরীক্ষা করা হয়। এরপর তাঁর মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বলেন, ওই ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা কম ছিল। হাসপাতালে আনার পর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। শ্বাসকষ্টজনিত তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক আলামতে বোঝা যাচ্ছে।