Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০ মিনিটে একজন রোগী হাসপাতালে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঈদের দি‌নে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় জরুরি বিভা‌গে সেবা নি‌য়ে‌ছেন ২৫০ জন রোগী। তার ম‌ধ্যে ১৬৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ প্রতি ১০ মিনিটে গড়ে একজন করে রোগী হাসপাতালে ভর্তি করা হয়।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘বানের পানির লাহান (মতো) রোগী আসে। হাসপাতালগু‌লোর সক্ষমতা বৃ‌দ্ধি করা এখন সম‌য়ের দাবি।’

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ঈদের দিন ২৪ ঘণ্টায় ২৫০ জনের বেশি রোগী জরুরি বিভাগে আসে। এর মধ্যে ২৫ জন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়। একজন রোগী মারা যায়। ১৫ জন রোগী জ্বরে আক্রান্ত হয়ে আসে। তাদের ডেঙ্গু রোগী সন্দেহে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিরা হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগ, বুক ও পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়।