Thank you for trying Sticky AMP!!

গুদামে সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল, জরিমানা

সয়াবিন তেল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট এলাকায় মেসার্স কাজল স্টোরের গুদামে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরের এ অভিযানে তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. কাজলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় সাধারণ ক্রেতাদের কাছে বোতলের গায়ে লেখা দামে এসব তেল বিক্রি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গণি বলেন, তেল মজুত করে রাখার খবর পেয়ে বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পৌর শহরের বটতলাহাট এলাকার মেসার্স কাজল স্টোরে অভিযান চালানো হয়। এ সময় দোকানের গুদাম থেকে সাড়ে চার হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ওসমান গণি আরও বলেন, প্রতিটি পাঁচ লিটারের বোতলের গায়ে দাম ৭৬০ টাকা লেখা থাকলেও সেগুলো বেশি দামে বিক্রি করা হচ্ছিল। তাই তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তেলের বোতলগুলো প্রকাশ্যে ৭৬০ টাকা দামে বিক্রি করা হয়।

অভিযানে সহায়তা করে স্বাস্থ্য পরিদর্শক কোবাদ আলী ও সদর থানাপুলিশের একটি দল।