ছোট ভাইকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কীভাবে ফাঁসি দেওয়া হয়, সেটা নিয়ে গল্প করছিল দুই ভাইবোন। একপর্যায়ে ছোট ভাইকে বোঝানোর জন্য বড়বোন গলায় রশি বেঁধে ফাঁসির অভিনয় করতে যায়। এ সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে অজ্ঞান হয়ে যায় ওই কিশোরী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম সালমা বেগম (১৩)। সে বড়ছড়া এলাকার কৃষক ইমাম হোসেনের মেয়ে।

সালমার বাবা ইমাম হোসেন বলেন, গতকাল দুপুরে ঘরে দুই ছেলেমেয়েকে রেখে তিনি ও তাঁর স্ত্রী বাড়ির পাশের সবজিখেতে কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজন তাঁদের খবর দেন, তাঁদের মেয়ে সালমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বাড়িতে গিয়ে বুঝতে পারেন, আসামিকে কীভাবে ফাঁসি দেওয়া হয় সেটা অভিনয় করে ছোট ভাইকে দেখাতে গিয়ে সালমা অজ্ঞান হয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের মর্গে ওই কিশোরীর ময়নাতদন্ত হয়েছে। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, কিশোরীর অস্বাভাবিক এ মৃত্যুর বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে। ময়নাতদন্ত শেষে ওই কিশোরীর লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এ ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে আশা করেন তিনি।