Thank you for trying Sticky AMP!!

জোড়া মাথার কন্যাশিশুর জন্ম

মাগুরা জেলা শহরে আজ মঙ্গলবার জোড়া মাথা নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বিকেলে শহরের একটি বেসরকারি ক্লিনিকে তার জন্ম হয়। সন্ধ্যায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, শিশুটির শরীরে দুটি মাথা থাকলেও এক জোড়া করে হাত ও পা রয়েছে। শিশুটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে। সে সুস্থ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিগগির তাকে ঢাকায় পাঠানো হবে।

শিশুটির বাবা সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার পলাশ হাসান, মা সোনালি বেগম। পলাশ পেশায় নির্মাণশ্রমিক আর সোনালি গৃহিণী।

শিশুটির মাথা দুটি সক্রিয় রয়েছে। কান্নাকাটিও করছে। তবে শ্বাসকষ্ট রয়েছে। সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
অমর প্রসাদ বিশ্বাস, চিকিৎসক, মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল

পলাশ হাসান জানান, মাগুরা শহরের একটি বেসরকারি হাসপাতালে আজ বিকেলে সোনালিকে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করে শিশুটির জন্ম হয়। এরপর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশুটির চিকিৎসা নিয়ে শঙ্কায় আছেন তিনি।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস বলেন, শিশুটির মাথা দুটি সক্রিয় রয়েছে। কান্নাকাটিও করছে। তবে শ্বাসকষ্ট রয়েছে। সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠাতে হবে।