Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে প্রায় প্রতিদিনই মৃত্যু

ডেঙ্গু

প্রায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে। গতকাল সোমবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসান ফকির নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম আলোর নিজস্ব হিসাবে এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯৫।

হাসান ফকির বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। ৪৫ বছর বয়সী হাসান চকবাজারে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। হাসানের ভাতিজা আল-মামুন প্রথম আলোকে বলেন, জ্বর হওয়ার তিন দিন পর গত ৩০ আগস্ট হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল ঢাকা ও ঢাকার বাইরে ৮৬৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ৩৯৬ ও ঢাকার বাইরে ৪৬৯ জন ভর্তি হয়। এ নিয়ে এ বছর মোট ৭১ হাজার ৯৬২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যদিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, এ বছর এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৮৮টি মৃত্যুর তথ্য তারা পেয়েছে।