Thank you for trying Sticky AMP!!

দক্ষিণ সুনামগঞ্জে ভিক্ষুকেরা পেলেন একটি করে ভেড়া

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভেড়া প্রদান করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৫ নারী-পুরুষকে একটি করে ভেড়া প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই ভেড়া বিতরণ করা হয়। তাঁদের বিকল্প আয়ের সুযোগ করে দিতেই ভেড়া প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার। এ ছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ভিক্ষুকেরা যাতে ভিক্ষাবৃত্তি ছেড়ে বিকল্প কর্মসংস্থান পান, এ জন্য ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নানাভাবে তাঁদের সহায়তা দেওয়া হচ্ছে। আজ ২৫ জনকে একটি করে ভেড়া, খাদ্যসামগ্রী ও নগদ ২০০ টাকা করে দেওয়া হয়েছে।