নওগাঁর ধামইরহাট উপজেলায় বাড়ি নির্মাণের জন্য খননকাজের সময় একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে। পরে খবর পেয়ে র্যাব-৫–এর জয়পুরহাটের ক্যাম্পের সদস্যরা তা ঘটনাস্থল থেকে সংগ্রহ করেন। আজ বুধবার সকাল ১০টার দিকে আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে শিবলিঙ্গটি পাওয়া যায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব–৫। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামইরহাট উপজেলার উত্তর কাশিপুর গ্রামে মুহাম্মদ নামের এক ব্যক্তির উঠানে বাড়ি নির্মাণকাজের সময় মাটি খনন করা হয়। এর একপর্যায়ে শিবলিঙ্গটি দেখতে পান খননকাজের শ্রমিকেরা।
খবর পেয়ে র্যাব-৫–এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি ‘গৌরী পত্ত’ ধরনের। এটি পাল আমলের। ওজন প্রায় ১০৩ কেজি।
র্যাব-৫–এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক ওমর আলী বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নওগাঁর পাহাড়পুর বিহার জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।