Thank you for trying Sticky AMP!!

নাইক্ষ্যংছড়িতে বিপুল অস্ত্রসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার: র‍্যাব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন অরণ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‍্যাব।
আজ শুক্রবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন অরণ্যে র‍্যাব সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এই অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার হয়। গ্রেপ্তার রোহিঙ্গারা সন্ত্রাসী।

অভিযানটি কখন চালানো হয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব।
এ ছাড়া গ্রেপ্তার রোহিঙ্গাদের নামও প্রাথমিকভাবে জানানো হয়নি।