
বগুড়ার আদমদীঘি উপজেলায় পর্নগ্রাফি ভিডিও সরবরাহ করার অভিযোগে রিপন হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব–১২) বগুড়া ক্যাম্পের সদস্যরা।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সান্তাহার পৌর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রিপন হোসেন উপজেলার পোওতা গ্রামের মৃত ইছাহক আলী ছেলে।
র্যাব–১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব সদস্যরা গতকাল রাত সাড়ে আটটার দিকে সান্তাহার পৌর শহরের মিনিবাস স্ট্যান্ড এলাকায় হারুন ফোন ফ্যাক্স অ্যান্ড মাল্টিমিডিয়া নামের একটি দোকানে অভিযান চালান।
এ সময় পর্ন ভিডিও সরবরাহের অভিযোগে দোকানমালিক রিপনকে আটক করা হয়। অভিযানে ওই দোকান থেকে দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি মাউস, দুটি কি-বোর্ড, পাঁচটি হার্ড ডিস্ক, ছয়টি কেব্ল, টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে র্যাব।