
মৌলভীবাজারের কুলাউড়ার কৃষ্ণপুর গ্রামের বিদেশে পড়তে যাওয়া তরুণীর ছবি ঘিরে এক পরিবারকে ‘সমাজচ্যুত’ করার অভিযোগ পাওয়া গেছে। নুরুননাহার চৌধুরী নামের ওই তরুণীর বাবা আবদুল হাই চৌধুরী গতকাল সোমবার কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি তিনি কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় গণমাধ্যমকর্মীদেরও দিয়েছেন।
তরুণীর বাবা আবদুল হাই চৌধুরী লিখিত অভিযোগে বলেছেন, তাঁর বড় মেয়ে নুরুননাহার চৌধুরী সিলেট নগরের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। তিনি গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান। নুরুননাহার ২০০৮ সাল থেকে ‘পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তিনি ওই সংগঠনের সমন্বয়ক। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একই সংগঠনের চেয়ারম্যান ও নুরুননাহারের শিক্ষক জয়তূর্য চৌধুরী বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। পরে জয়তূর্য একটি ছবি পোস্ট করে নুরুননাহারের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
অভিযোগে বলা হয়েছে, এই ছবি দেখে এলাকার লোকজন নুরুননাহারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। ভাটেরা বাজার জামে মসজিদ পঞ্চায়েত কমিটির কিছু লোক নুরুননাহারের বাবাকে ঘটনার বিচারের জন্য ডেকে পাঠান। আবদুল হাই চৌধুরী পঞ্চায়েত কমিটির সম্পাদক আমিন মিয়ার সঙ্গে দেখা করে বলেন, তাঁর মেয়ের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। যা বলা হচ্ছে তা মিথ্যা। তাঁর পক্ষে পঞ্চায়েতের বিচারে যাওয়া সম্ভব নয়। এরপর ২৮ জানুয়ারি পঞ্চায়েতের সভায় আবদুল হাই চৌধুরীর পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয় বলে অভিযোগে তরুণীর বাবা আবদুল হাই চৌধুরী উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগ করলে স্থানীয় পঞ্চায়েত কমিটির সম্পাদক আমিন মিয়া বলেন, তিনি গাড়িতে আছেন। কিছু শোনা যাচ্ছে না। ঘটনার বিষয়ে তিনি পঞ্চায়েতের সভাপতির সঙ্গে কথা বলতে বলেন। পরে একাধিকবার চেষ্টা করে পঞ্চায়েতের সভাপতি মাখন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কুলাউড়ার ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। স্থানীয় ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মসজিদের পঞ্চায়েত কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন। তাঁরা সমাজচ্যুতের বিষয়টি অস্বীকার করেছেন। ৯ ফেব্রুয়ারি তিনি উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকেছেন। সেখানে বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা করছেন।