বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ফুফাতো বোন জেমি খাতুনকে (৯) পানিতে ডুবে যেতে দেখে নিজেও পানিতে নামে মিম খাতুন (১০)। কিন্তু মিম বোনকে বাঁচাতে পারেনি। নিজেও ফিরেছে লাশ হয়ে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা পূর্বপাড়া গ্রামের এক পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়।

দুই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদুল ইসলামের মেয়ে জেমি ও সুমন আলীর মেয়ে মিম বাড়ির পাশে নূরুল ইসলাম নামের এক ব্যক্তির পুকুরে গোসলে যায়। মিম ও জেমি ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। মিমের মা–বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় মিম নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, দুই শিশুকে পুকুরের পানিতে প্রথম ডুবতে দেখে জেমির চাচাতো ভাই সাদিকুল (৮)। এ সময় সাদিকুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরপর এলাকাবাসীর চেষ্টায় ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।