Thank you for trying Sticky AMP!!

বাঁশখালীতে টিলা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের সাহেবের হাট কবরস্থান এলাকার পূর্বে পাহাড়ঘেঁষা করলাঘোনা এলাকায় টিলা কেটে বিক্রি হচ্ছে মাটি। গতকাল বিকেল সাড়ে পাঁচটায়। হিমেল বড়ুয়া

বাঁশখালীতে পাহাড় ঘেঁষা টিলা থেকে মাটি কেটে ট্রাকে পরিবহন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে এক মাস ধরে। সাধনপুর ইউনিয়নের করলাঘোনা এলাকার ২০টি স্থান থেকে কাটা হচ্ছে এসব মাটি।

সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকজন শ্রমিক টিলার মাটি কেটে ট্রাকে তুলছেন। পাহাড়ি মাটি খোঁড়ার ফলে বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বিশাল বিশাল খাদ। ছবি তুলতে গেলে সরঞ্জাম ফেলে পালিয়ে যান শ্রমিকেরা এবং মাটি পরিবহন কাজে নিয়োজিত দুটি ট্রাক।

এ বিষয়ে স্থানীয় করলাঘোনা এলাকার পাহাড়ে কাজ করতে আসা জামাল উদ্দিন বলেন, এক মাস ধরে চলছে টিলার মাটি কাটার কাজ। মাটি কাটায় এলাকাটি নষ্ট হয়ে যাচ্ছে।

কথা হয় স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাহাড় কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘পাহাড়ি মাটি কাটার বিষয়ে আমি অবগত নই। পাহাড় বা টিলা কাটার বিষয়ে আমি সব সময় সজাগ। কেউ জড়িত থাকলে তাঁকে আইনের আওতায় আনতে উপজেলার আইনশৃঙ্খলা মিটিংয়ে বেশ কয়েকবার বলেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি অবশ্যই স্থানটি পরিদর্শনে যাব।’