Thank you for trying Sticky AMP!!

বাবার ট্রাক্টরে পিষ্ট ছেলে

মমিনুল ও জেসমিন দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জিসান ছোট, বয়স চার বছর। বাবা মমিনুল কৃষক। মূলত ট্রাক্টর চালিয়ে কৃষিকাজ করেন তিনি। বুধবার সকাল থেকে কাজে বের হওয়ার তাড়া ছিল মমিনুলের। তাই স্বামীর খাবার তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জেসমিন।

এদিকে ছেলে জিসান বাড়ির উঠোনে খেলছিল। খেলতে খেলতে বাবার ট্রাক্টরের নিচে গিয়ে চুপ করে বসেছিল সে। এরই মধ্যে মমিনুল ট্রাক্টরটি স্টার্ট দিয়ে বাড়ির বাইরে বের করতে শুরু করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মারা যায় জিসান।

বুধবার দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা জেসমিন বেগম।

ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাবার ট্রাক্টরে ছেলের মৃত্যুর হওয়ার বিষয়টি তিনি জেনেছেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান প্রথম আলোকে বলেন, এই ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন হবে।