Thank you for trying Sticky AMP!!

মতলব উত্তর থেকে ফেরত পাঠানো হলো ২ হাজার করোনা টিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) দুই হাজার টিকা চাঁদপুর জেনারেল হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। বরাদ্দের তুলনায় চাহিদা কম থাকায় বৃহস্পতিবার এসব টিকা ফেরত দেওয়া হয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর ৮ হাজার ৭০০ ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি থেকে সেখানে টিকাদান কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে টিকা নিয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার জন। এঁদের বেশির ভাগই শিক্ষক ও স্বাস্থ্যকর্মী। টিকার জন্য এ পর্যন্ত নাম নিবন্ধন করেছেন ৫ হাজারের বেশি লোক।

টিকাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট মো. ইসমাইল হোসেন বলেন, তাঁর উপজেলায় টিকার পর্যাপ্ত বরাদ্দ এসেছে। বরাদ্দের তুলনায় টিকার চাহিদা কম। জেলা সদরে টিকার চাহিদা বেশি। এ কারণে তাঁর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদরে ২ হাজার ডোজ টিকা ফেরত পাঠানো হয়েছে। চাহিদা বাড়লে পরে টিকা আনা হবে।