Thank you for trying Sticky AMP!!

মাহাদি আজ হেঁটেছেন

মাথায় মারাত্মক জখম নিয়ে ভর্তি হন চমেক হাসপাতালে এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিব

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মেডিকেলের ছাত্র মাহাদি জে আকিবের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে হাঁটানো হয়েছে। তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা জানান মাহাদির বড় ধরনের কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। হাত–পা নাড়তে পারছেন। তবে আরও দীর্ঘ চিকিৎসা তাঁকে নিতে হবে।

জানতে চাইলে চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের প্রথম আলোকে বলেন, আজ আগের দিনের চেয়ে কিছুটা ভালো আছে। দিন দিন উন্নতি হচ্ছে মাহাদির। তাঁকে আজ দুপুরে হাঁটানো হয়েছে।

গত শুক্রবার চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুই ছাত্র আহত হন। তাঁরা সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। এই ঘটনার জের ধরে পরদিন শনিবার চমেক ক্যাম্পাসের সামনে রাস্তায় মাহাদির ওপর আক্রমণ হয়।

এরপর ওই দিনই তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় তাঁর মাথার খুলির হাড়ের একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রেখে দেওয়া হয়। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন মাহাদি।

Also Read: ‘হাড় নেই, চাপ দেবেন না’