Thank you for trying Sticky AMP!!

রূপপুরে রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সেখানকার গ্রিন সিটির একটি আবাসিক ভবনের কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

রাশিয়ার ওই নাগরিকের নাম সারভেয়ার অ্যালেক্স (৪২)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘রোসেম’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষ করে অ্যালেক্স তাঁর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। তবু কক্ষের ভেতর থেকে তাঁর কোনো সাড়াশব্দ মেলেনি। এ অবস্থায় থানা-পুলিশকে খবর দেওয়া হয়। বেলা একটার দিকে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে অ্যালেক্সের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।