Thank you for trying Sticky AMP!!

লাশের বাঁ হাত খুঁজছেন সবাই

লাশের প্রতীকী

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেললাইনের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে ছিল। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বকুলতলী এলাকায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। কিন্তু ওই লাশের বাঁ হাত কাটা ছিল। পরে সবাই মিলে লাশের বাঁ হাত খোঁজা শুরু করেন। লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।

স্থানীয় সূত্র জানায়, সকালে বকুলতলায় রেললাইনের ওপর হাত কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে সবাই মিলে বাঁ হাত আশপাশে খুঁজতে থাকেন। লাশের পরনে সাদা রঙের লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি ছিল।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য কমল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, লাশটির বাঁ হাত কাটা। কাটা হাতটি রেললাইনের আশপাশে খুঁজে পাওয়া যায়নি। রেলে কাটা হলে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু লাশের শরীরে তেমন কিছুই হয়নি। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে লোকজন সন্দেহ প্রকাশ করেছেন। লাশের পরিচয় এখনো মেলেনি।রেললাইনে লাশ পড়ে থাকার ঘটনাটি পাঁচবিবি থানা-পুলিশকে জানানো হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রেললাইনের ওপর লাশ পড়ে থাকার কথা জানা গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।