
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক চা–বাগান থেকে চিত্রা হরিণের দুই মাস বয়সী একটি শাবক উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চা জাদুঘরসংলগ্ন চা–বাগান থেকে শাবকটি উদ্ধার করা হয়। পরে বন কর্মকর্তাদের কাছে শাবকটি হস্তান্তর করেন স্থানীয় লোকজন।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কের পাশের চা–বাগানের জমিতে কয়েকটি গরু চরে বেড়াচ্ছিল। এ সময় চিত্রা হরিণের একটি শাবক গরুর দলের সঙ্গে মিশে ঘাস খাচ্ছিল। স্থানীয় লোকজন দেখে হরিণশাবকটি আটক করে তাঁদের খবর দিলে তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন।
শহিদুল ইসলাম জানান, বন্য প্রাণীদের আচরণ অনুসারে মানুষের সংস্পর্শে আসার কারণে শাবকটির মা হরিণ তাকে আর না-ও গ্রহণ করতে পারে। এ কারণে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে নিবিড় পরিচর্যার মধ্যে হরিণশাবকটিকে রাখা হবে। একটু বড় হলে তাকে বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।