
পটুয়াখালীর গঙ্গামতি সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত কচ্ছপ। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কাউয়ার চরে কচ্ছপটি দেখতে পান।
গতকাল বৃহস্পতিবার রাতের জোয়ারে মৃত কচ্ছপটি ভেসে এসেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ। সমুদ্রে জেলের জালে পেঁচিয়ে অথবা মাছধরারত ট্রলারের পাখার সঙ্গে আঘাত লেগে কচ্ছপটি মারা যেতে পারে। কচ্ছপটির একটি পায়ের সঙ্গে জাল প্যাঁচানো ছিল। এটি হয়তো কয়েক দিন আগে মারা গেছে। এর শরীরে পচন ধরেছে। এ বছর কুয়াকাটা সৈকতে ১২টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।
কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ব্লু-গার্ডের সদস্য কে এম বাচ্চু বলেন, ‘আমরা খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে মাটি চাপা দিয়েছি।’