Thank you for trying Sticky AMP!!

সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি

সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা আদিবাসী ছাত্র পরিষদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরিষদের সদস্যরা মানববন্ধন করে এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে তাঁরা অনেক পিছিয়ে আছেন। এরপর যদি তাঁদের এই অধিকার কেড়ে নেওয়া হয়, তবে তাঁদের আর বাঁচার জায়গা থাকবে না। দেশের কোথাও কেউ অপরাধ করলে শাস্তি স্বরূপ তাঁকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। যেখানে আদর্শ ব্যক্তি দরকার, সেখানে দুর্নীতিবাজ ব্যক্তিরা আসেন। তাহলে তাঁদের উন্নতি হবে কীভাবে? পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়। তাঁরা আসলেই সব ক্ষেত্রে পিছিয়ে আছে।

মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দিবা সনজিত সরদারের সঞ্চালনায় সুশান্ত কুমার সহীতা, বিজয় চাকমা, নকুল পাহান, পলাশ পাহান, চিভূতি ভূষণ মাহাতোসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দরকার। এ জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসীদের ৫ শতাংশ কোটা পুনর্বহাল রাখতে হবে। তাঁদের সেই অধিকার আবার ফিরিয়ে দিতে হবে। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছেন।