Thank you for trying Sticky AMP!!

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ সমাপ্ত

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল আলম।

Also Read: ডিপোতে কী কী রাসায়নিক ছিল, খতিয়ে দেখছে তদন্ত কমিটি

গত শনিবার রাত সোয়া ৯টার দিকে ডিপোটির লোডিং শেডে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত হয়। এরপর একটি কনটেইনার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এবং পরে সীতাকুণ্ড ফায়ার স্টেশনসহ মোট ১৮টি ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণে কাজ করেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পাঁচ দিন সময় লেগে যায়। আজ বেলা সাড়ে ১১টার দিকে ভেতরে থাকা ক্ষতিগ্রস্ত কোনো কনটেইনারে দৃশ্যমান আগুন ছিল না। ফলে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে চলে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম বলেন, গত শনিবার রাতে দুর্ঘটনার পর থেকে পাঁচ দিনে মোট ৪৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে ২৭ জনের। বাকিদের এখনো শনাক্ত করা যায়নি। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নয়জন ফায়ার সার্ভিসের সদস্য। এখন পর্যন্ত আহত হয়ে ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য সম্মিলিত সামরিক হাসপাতালে এবং দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। নিখোঁজ আছেন তিনজন সদস্য। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে স্টেশনে ফিরেছেন চারজন সদস্য।

Also Read: স্থানীয়রা যে যেভাবে পেরেছেন, উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন

নুরুল আলম বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ১০ জন এবং ফায়ার সার্ভিসের ১৮ জন সদস্য আহত হয়েছেন। এই দুই বাহিনীর সদস্যদের বাইরে আরও ২৩০ জন আহত হয়েছেন।