Thank you for trying Sticky AMP!!

সৈয়দপুরে উদ্ধার হওয়া কষ্টিপাথরের দাম কোটি টাকা

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তির ভাঙা অংশ

নীলফামারীর সৈয়দপুরে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তির ভাঙা অংশের দাম ৯২ লাখ ২৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার জেলা জুয়েলার্স মালিক সমিতির মাধ্যমে পরীক্ষার পর এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত সোমবার বিকেলে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজার মোড় থেকে কষ্টিপাথরের মূর্তির ভাঙা অংশসহ রওশন সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রওশন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচী মাস্টারপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। এ ঘটনায় রওশন সরকারসহ পাঁচজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়। পরে রওশনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা ডিবির পরিদর্শক হারুন অর রশীদ বলেন, জব্দ করা কষ্টিপাথর জেলা জুয়েলার্স সমিতির মাধ্যমে পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। এটি একটি মূল্যবান কষ্টিপাথর, যার বাজার মূল্য ৯২ লাখ ২৫ হাজার টাকা।
পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ জানান, জব্দ করা ওই ভাঙা অংশে ফুল ও হাঁসের চিত্রকর্ম রয়েছে। এর ওজন ৩ দশমিক ৩৮৩ কেজি। কষ্টিপাথরটির এক প্রান্তের দৈর্ঘ্য ৭ ইঞ্চি, আরেক প্রান্তের দৈর্ঘ্য ৫ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি।