Thank you for trying Sticky AMP!!

সৈয়দপুরে ম্যারাথনে বিভিন্ন পেশার মানুষ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া প্রতিযোগীরা। শনিবার সকালে তোলা

বিমানবন্দর, পাঁচমাথা মোড়, বাস টার্মিনাল ও পার্বতীপুর সড়ক হয়ে প্রায় সাত কিলোমিটার ঘুরে আবার উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়।

সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ম্যারাথন দৌড়ে অংশ নেন। এর আগে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে হয়। এ জন্য সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে নিবন্ধনের কাজ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিবেদিত’-এর সদস্যরা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগীদের একটি করে টি–শার্ট ও সেরা ২০ প্রতিযোগীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া প্রতিযোগীরা

ম্যারাথনে মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে মন্তব্য করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। এতে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন প্রমুখ।